জামালপুরে প্রতিবন্ধীদের চেক বিতরণ
শামীম আলম, (জামালপুর) :
জামালপুর জেলার দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সভা কক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এ চেক বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন প্রতিবন্ধী ৬ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করেন।
দেওয়ানগঞ্জে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন । এছাড়াও বক্তব্য রাখেন,জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহম্মেদ ও সহকারী পরিচালক আবু ইলিয়াছ মল্লিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি, সমাজসেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকার, ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ মাসুদ, ছামিউল হক প্রমূখ।
সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ২ শত ৩০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি টাকার চেক বিতরণ করা হবে।