রাসিক ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী রাসেল
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৯ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন মহানগর আওয়ামী লীগ (বোয়ালিয়া পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক রাসেল জামান। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম রাশেদুল হাসান টুলু কে ৩৭১৯ ভোটে পরাজিত করে এ জয় লাভ করেন।
নির্বাচনে ‘টিফিন ক্যারিয়ার’ প্রতীক নিয়ে মোট ৫৫১৬ ভোটে জয়লাভ করেন রাসেল এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেএম রাশেদুল হাসান টুলু ‘ঠেলাগাড়ি’ প্রতীকে পেয়েছেন মোট ১৭৯৭ ভোট।
রাজশাহীর সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদু বার্ধক্যজনিত কারণে গত ২৪ জুলাই নিজ বাড়িতে মারা যান। একারণে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শূন্য হওয়ায় বৃহস্পতিবার এই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বেসরকারিভাবে রাসেল জামান কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।’
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই ওয়ার্ডে ভোটগ্রহণ চলে। নির্বাচনে কাউন্সিলর পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।