শিরোনাম

South east bank ad

নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আটক

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরে পৃথক অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রি করার অভিযোগে ৪ কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার হয়বতপুর ও লক্ষিপুর বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্প সুত্রে জানাযায়, অসাধু কম্পিউটার ব্যবসায়ী পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে আজ সকালে সদর উপজেলার হয়বতপুর ও লক্ষিপুর বাজারে পৃথক অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযানে এই দু’টি বাজার থেকে পর্নোগ্রাফি সংরক্ষন ও বিক্রির অভিযোগে ৪ জনকে আটক করা হয়। এসময় ৪টি সিপিইউ,১১টি হার্ডডিক্স, ৪টি মনিটর,৪টি কিবোর্ড, ৪টি মাউস, ১৫টি কার্ড রিডার, ১২ টি কম্পিউটার ক্যাবল ও ১টি এসএসডি কার্ড জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার চৌরি এলাকার মকবুল হোসেনের ছেলে আল আমিন(২৪), লক্ষীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আকরাম হোসেন(২২), অর্জুনপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আঃ মজিদ(২৯) এবং গৌরিপুর (হয়বতপুর) এলাকার জালাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম(২৬)।

র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: