ঝালকাঠিতে ৮ রুটে বাস চলাচল বন্ধ, সড়ক অবরোধ
মোঃ রাজু খান, (ঝালকাঠি) :
ঝালকাঠি বরিশাল রুটে এক যাত্রীর সংগে ভাড়া নিয়ে বচসার জেরে চালককে গ্রেফতারের প্রতিবাদে ৮ রুটে বাস চলাচল বন্ধসহ সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা।
বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কে ঝালকাঠির পেট্রোল পাম্প মোড়ে সড়কে আড়াআড়ি ভাবে বাস রেখে যান চলাচল বন্ধ করে দেয় তারা। এতে বরিশালের সঙ্গে দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের যোগযোগ বন্ধ হয়ে যায়। বাস শ্রমিকদের আকস্মিক এ কর্মসূচিতে চরম ভোগান্তিতে পরে যাত্রীরা।
ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক বাহাদুর হোসেন, বৃহস্পতিবার দুপুরে বরিশাল থেকে ঝালকাঠিগামী একটি বাসে জনৈক যাত্রী ভাড়া কম দিলে সুপারভাইজারের সংগে কলেজ ছাত্র ঐ যাত্রীর বাক বিতন্ডা হয়। গাড়িটি স্ট্যানে আসলে আধাঘন্টার মধ্যে পুলিশ গিয়ে চালক শহীদুলকে মারধর করে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে বিকেল ৩ টা থেকে ঝালকাঠি থেকে বরিশাল, পিরোজপুর, ভান্ডারিয়া, কাঠালিয়া, আমুয়াসহ ৮ রুটে বাস চলাচল বন্ধ করে দেন তারা। পরে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নিলে বিকেল সাড়ে চারটা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।