আই সি বি ইসলামিক ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি
সম্প্রতি আই সি বি ইসলামিক ব্যাংক এবং বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের মধ্যে Collect Treasury Challan through Automated Challan System (ACS) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর জনাব আহমেদ জামাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শফিক বিন আব্দুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহার, আই সি বি ইসলামিক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্টএবং প্রশাসন ও সম্পদ রক্ষণাবেক্ষণ এবং রিকভারী বিভাগীয় প্রধান জনাব ক্যাপ্টেন সাখাওয়াৎ হোসেন (অব: বাং.নেভী), ভাইস প্রেসিডেন্ট এবং অপারেশনস বিভাগীয় প্রধান জনাব পারভেজ ইউসুফ চৌধুরী, অ্যাসিস ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থায়ন বিভাগীয় প্রধান জনাব শাখাওয়াত হোসেন, আইটি বিভাগীয় প্রধান জনাব নুর হোসেন এবং উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাগণ। উক্ত চুক্তির আওতায় আই সি বি ইসলামিক ব্যাংক লিঃ এর সকল শাখা সকল সরকারী ফিস এবং রেভেন্যু সংগ্রহ করতে পারবে এবং তা সঠিক সময়ে সরকারী কোশাগারে জমা করতে পারবে।