শিরোনাম

South east bank ad

গফরগাঁওয়ের ১৫ ইউপিতে চেয়ারম্যান কারা

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ কবীর টিটো, (গফরগাঁও) :

গফরগাঁও উপজেলার ১৫ টি ইউনিয়নের কারা হচ্ছেন চেয়ারম্যান? তা নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। এরইমধ্যে চেয়ারম্যান প্রার্থীরা নিজ এলাকায় মিটিং মিছিল ও দলীয় মনোনয়নের জন্য বিভিন্ন ভাবে জোড় লবিং করছেন। দলীয় প্রতীক পাওয়ার জন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতা থেকে শুরু করে ক্লান্তিহীন হাঁটছেন অনেকেই।

শেষ ফয়সালার জায়গা স্থানীয় এমপি ও যথাযথ কর্তৃপক্ষের কাছে যোগ্য প্রমাণের জন্য ধর্না দিচ্ছেন প্রার্থীরা।উপজেলার প্রতি ইউনিয়নের বিভিন্ন গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে উপজেলা সদরের পার্টির অফিস পর্যন্ত সব যায়গায় চলছে আলোচনার ঝড়। কারা হচ্ছেন ইউপি চেয়ারম্যান?

জানাগেছে, গফরগাঁও উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৫ম ধাপে ১৫টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ করলেও বিএনপিসহ ২০ দলীয় জোটের কোন কার্যক্রম নেই।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল বিএনপি। বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠু কোনো নির্বাচনের যোগ্য নয় বলে মন্তব্য করে এ সিদ্ধান্ত নিয়েছিলো দলটি।

তবে অনেকেই দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে থাকার ইঙ্গিত দিয়েছেন।

বিভিন্ন ইউনিয়নের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানাগেছে, গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে জমা দিতে পারেন প্রতি ইউনিয়নে দুই বা তার অধিক প্রাথী । অধিকাংশ প্রার্থীই সকলেই নিজ নিজ অবস্থান থেকে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। এর মধ্যে আওয়ামী লীগের বিভিন্নধরনের পদে থাকা নেতা কর্মীরাও পিছিয়ে নেই।তৃনমুল থেকে আলোচনায় উঠে এসেছে, যারা দুইবার দলীয় মনোনয়ন নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা এবার অনেকেই বাদ যেতে পারেন আরো ত্যাগী নেতাদের স্থান দেয়ার জন্য । এ বিষয়ে পাইথল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সৌকতুজ্জামান বলেন,আমি ৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে মরহুম প্রয়াত জননেতা সাবেক সংসদ আলতাফ গোলন্দাজের হয়ে দলকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছি এবং বর্তমানেও প্রয়াত নেতার উত্তরসূরী ফাহমী গোলন্দাজ বাবেল এমপি'র চিন্তার বাইরে নই।তার নেতৃত্বের প্রতি আমার অগাধ আস্হা রয়েছে।রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক রেজাউল মোস্তফা মন্টু বলেন,বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে আমি সর্বহার হয়েছি,রাজনৈতিক ভাবে জীবনের ৩৮ বছর নিজ দল আওয়ামিলীগ ও প্রয়াত জননেতা আলতাফ গোলন্দাজের একনিষ্ঠ হয়ে কাজ করেছি। বর্তমান এমপি জননেতা ফাহমী গোলন্দাজ বাবেলের একনিষ্ঠ হয়ে কাজ করে যাচ্ছি।তিনি যদি আমাকে যোগ্য মনে করেন তাহলেও থাকবো না হলেও থাকবো বলে তিনি জানান।গোলন্দাজ পরিবারের ভক্ত ও প্রকৃত ভাবে বঙ্গবন্ধু কে ভালোবাসি বলেই সাবেক এমপি ক্যাপ্টিন গিয়াসউদ্দিনের সময় আমার প্রাপ্ত ভোট কেড়ে নিয়েছে বলে তিনি জানান।

নতুন ভাবে আসতে পারেন,আওমীলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ এমন কি ছাত্রলীগ নেতারাও থাকতে পারেন। বর্তমান চেয়ারম্যানদের অনেকেই মনোনয়ন না পাওয়ার আতংকে রয়েছেন বলে জানা যায়। দলীয় কর্মীদের মন্তব্য হচ্ছে অনেকেই চেয়ারম্যান নির্বাচিত হয়ে আখের ঘুচিয়েছেন আবার অনেকেই চেয়ারম্যান নির্বাচিত হয়ে দল কে শক্তিশালী করেছেন। গফরগাঁওয়ে ১৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে মহিলা ভোটারদের ক্ষোভের কথা জানা গেছে।

তারা বলছেন, ইউনিয়নের চেয়ারম্যানরা যেমন তেমন হলেও ওর্যাড মেম্বার গুলো প্রায় অশিক্ষিত ও অল্প শিক্ষিত হওয়ার কারণে এদের ভিতরে মন্দের বহিপ্রকাশ ও মেরে খাওয়ার প্রবণতা খুব বেশি রয়েছে বলে জানান।

আবার কেউ বলছেন, বিএনপির শাসনামলে যারা সামনে অথবা পিছনে থেকে অন্যায়ভাবে বহু কিছু ঘটিয়েছেন তারাই কিন্ত আওয়ামীলীগের শাসনামলেও বহালতবিয়তে সামনেই আছেন বলে অভিযোগ করেন অনেক নৌকার ভোটদানের একনিষ্ঠ সমর্থকরা।

৬০ থেকে ৮০ বছর বয়সি ভোটাররা অনেকেই বলছেন, আমরা শেখ মুজিব আর নৌকা চিনি এবং নব্য আওয়ামিলীগ ও রাজাকার আলবদরদের ভয়ংকর হুংকারে কপোকাত হচ্ছে অনেক দালিলিক আওয়ামিলীগ বলে মনে করেন। নতুন পুরাতনের মাঝে যারা চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তাদের পরিবারের ৭১এ স্বাধীনতার যুদ্ধে কি ভূমিকা ছিলো কিংবা টাকার দাপটে যারা এগিয়ে আছেন,কিন্ত চেয়ারম্যান হিসেবে একেবারে অযোগ্য তাদের আসল মুখোশ উন্মোচন করে পিছিয়ে পড়া ত্যাগী নেতা ও কর্মীদের স্থান দেয়া উচিত বলে গফরগাঁওয়ের ১৫ ইউনিয়নের ৩০%বয়স্ক নাগরিকদের মন্তব্যে উঠে আসে।

রাজনৈতিক ভাবে ছাত্র সংগঠনের সাথে জড়িত এমন নেতাদের সুন্দর আগামী রয়েছে বলে অনেকেই মত প্রকাশ করেন।তবে তাদের কে লেখাপড়া শেষ করে নিজেকে যোগ্য প্রমাণের সুযোগ থাকলেও এখনি তাদের আসা সঠিক হবেনা, তাতে করে ভালো কর্ম ও দল লক্ষভ্রষ্ট হতে পারে বলে রাজনৈতিক সচেতন মানুষেরা মনে করেন।

তবে দারুণ ভাবে সত্য কথনে অনেক প্রার্থীই স্পষ্ট করে বলেছেন, গফরগাঁও উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত কে হবেন কে করবেন সেটির জন্য আমাদের যোগ্য নেতা হিসেবে এমপি বাবেল গোলন্দাজ সঠিক পথ দেখাবেন বলে বিশ্বাস করি । দল ও স্থানীয় এমপির হাতকে শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে অনেকেই মত প্রকাশ করেন। "যখন যে দল ক্ষমতায় আমি তার মমতায়" এমন বাক্যে বিশ্বাসীদের এবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে তাদের থাকার জায়গা না -ও হতে পারে বলে গফরগাঁও উপজেলার ২১৯ গ্রামের মানুষ ও সাবেক ছাত্রনেতারা মনে করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: