অপ্রীতিকর ঘটনা ছাড়া রাবির ভর্তি পরীক্ষা সম্পন্ন
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল ৭৯ দশমিক ৬৭ শতাংশ।
বুধবার (০৬ অক্টোবর) ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনটি শিফটে মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর ‘সি’ ইউনিট ও ৫ অক্টোবর ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে জানা যায়, প্রথম দিনের ‘সি’ ইউনিটের পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থী ছিল ৪৪ হাজার ১৯৪ জন। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৩ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ১০ হাজার ৭৪১ জন। এতে উপস্থিতির হার ছিল ৭৬ শতাংশ।
ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ‘এ’ ইউনিটে নিবন্ধিত শিক্ষার্থী ছিল ৪৩ হাজার ৫৫৮ জন। আর পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৬ হাজার ৪১৮ জন। অনুপস্থিত ছিল মোট ৭ হাজার ১৭০ জন শিক্ষার্থী। এতে উপস্থিতির হার ছিল ৮৪ শতাংশ।
এছাড়া আজ ভর্তি পরীক্ষার শেষ দিনে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থী ৩৯ হাজার ৮৯৫ জন ছিল। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩১ হাজার ৫১৭ জন শিক্ষার্থী। এতে উপস্থিতির হার ৭৯ শতাংশ।
এবারের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে মোট আবেদন করেছে ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী। এতে অংশগ্রহণ করেছে মোট ১ লাখ এক হাজার ৩৮২ জন ভর্তিচ্ছু। মোট উপস্থিতির হার ৭৯ দশমিক ৬৭ শতাংশ। পরীক্ষায় মোট অনুপস্থিত ছিল ২৫ হাজার ৫৪৮ জন। মোট অনুপস্থিতির হার ২০ দশমিক ৩৩ শতাংশ।
ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, এবার ভর্তি পরীক্ষা উৎসব ও আনন্দের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। সকলের সহযোগীতায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভর্তিচ্ছু ও অভিভাবকরা ইতিবাচক ধারণা নিয়ে ফিরে যেতে পারছে বলে মনে করছি।