ফুলবাড়িয়ায় প্রয়াত সাংবাদিক গোলাম ফারুক স্মরণ সভা
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
১৫১ ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসন থেকে ৬ষ্ঠ বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেটের দ্বিতীয় পুত্র প্রয়াত সাংবাদিক, সাহিত্যিক, কবি, নাট্যজন দৈনিক বণিক বার্তার নির্বাহী সম্পাদক, প্রয়াত সাংবাদিক গোলাম ফারুক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৬অক্টোবর) ৭ম মৃত্যুবার্ষিকী ও ৫৫তম জন্মদিন উপলক্ষে নিজ বাড়ী নিউগী কুশমাইল গ্রামে পারিবারিকভাবে মোসলেম উদ্দিন এতিমখানায় কুরআনখানি, বাদ যোহর কবর জিয়ারত করা হয়।
অপরদিকে ফুলবাড়িয়া প্রেসক্লাবে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বার্তা সমারোহ’র প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ গোলাম ফারুক। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মাও. নুরে আলম সিদ্দিকী।