শিরোনাম

South east bank ad

গৌরীপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :

ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় পাবলিক হলে আলোচনা সভা বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা: হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নূরুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহম্মেদ ও অচিন্তপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আউয়াল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন ও মৃত্যুর পরপরই মৃত্যু নিবন্ধন করার আহবান জানান।

এতে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত-ই-হুর, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, প্রশাসনিক কর্মকর্তাগণ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীবৃন্দ।

আলোচনা শেষে জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধনে ভালোভাবে কাজ করার জন্য বোকাইনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সুজন মিয়া ও সিধলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ লিটন মিয়াকে পুরস্কার প্রদান করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: