নারায়নগঞ্জে কিডনী ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্যকেন্দ্র-৩ কার্যালয়ে কিডনী রোগিদের জন্য ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের পশ্চিম দেওভোগ নগর স্বাস্থ্যকেন্দ্র-৩ কার্যালয়ে এ কিডনী ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বেসরকারি সংস্থা সোনারবাংলা ফাউন্ডেশন-এর সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেনের চুক্তি অনুসারে, এ সেন্টারে ১০ বেডের কিডনি ডায়লাইসিস সেন্টারের যাত্রা শুরু হয়েছে।
এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, সোনারবাংলা ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট হোসনে আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।