ইসলামপুরে অন্তঃসত্বা নারী ও শিশুদের মাঝে অর্থ বিতরণ
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরের ইসলামপুর কুলকান্দি ইউনিয়নের ৮শ ৯৩ জন হতদরিদ্র পরিবারের অন্ত:সত্বা নারী ও ৬০ মাস বয়সী শিশুদের আইএসপিপি- প্রকল্পের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) শহিদ স্মৃতি এবিএস উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুবাইদুল রহমান দুলাল (বিএসসি), সদস্য সামসুর আলম (নান্নু),ইউনিয়ন আ’লীগের সভাপতি মোবারক হোসেন, পোস্ট অফিস ও ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট(আইএসপিপি) প্রকল্পের প্রতিনিধিরা ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় বাস্তবায়নে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে,সুনির্দিষ্ট সেবা গ্রহনের বিপরীতে নগদ অর্থ প্রদানের মাধ্যমে শিশুদের পুষ্টি ও মনোদৈহিক বিকাশ সাধন।