সুগন্ধা-বিষখালী নদীতে অভিযানে কারেন্ট জাল জব্দ
মোঃ রাজু খান, (ঝালকাঠি) :
প্রজননের সার্থে ইলিশ ধরা বন্ধ ঘোষণার মধ্যেও ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে জাল ফেলে মা ইলিশ ধরছে অসাধু জেলেরা।
মঙ্গলবার নদীতে অভিযান চালিয়ে এক জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।
মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলে ইলিশ ধরার অপরাধে নলছিটি উপজেলার কাঠিপাড়া গ্রামের মৌসুমি জেলে ইদ্রিস খানকে সুগন্ধা নদী থেকে আটক করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় নদী থেকে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলো নদী তীরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।