হতদরিদ্রের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
মো: ফেরদৌস রহমান, (আড়াইহাজার) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশের বিভিন্ন জায়গায় হতদরিদ্রের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।
মঙ্গলবার ( ০৫ অক্টোবর) বিকাল ৪ টার দিকে আড়াইহাজার উপজেলার মোহনপুর গ্রামের একটি মাদ্রাসার উন্নয়নকল্পে অনুদান প্রদান সহ হতদরিদ্রের মাঝে উপহার বিতরণ করেন, নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি।
এতে উপস্থিত ছিলেন - আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জুয়েল, উপজেলা পরিষদের মেয়র সুন্দর আলী, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শরিফ সহ অনেকে।
এসময়ে তিনি বলেন, " দেশের হতদরিদ্র পরিবারের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় কাজ করেছেন আর করে যাচ্ছেন। তার কর্মী হয়ে আমরাও সকলের পাশে দাঁড়াতে চাই। সকলকে নিয়ে একটি সুষ্ঠু সুন্দর সমাজ গড়তে চাই। দেশ ও জাতির কল্যাণে আমরা সর্বদা প্রস্তুত।"