South east bank ad

ধুনটে ৪টি পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন

 প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নিজস্ব প্রতিবেদক, (বগুড়া) :

বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ৪টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাতে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামে এঘটনা ঘটে।

জানা গেছে, শৈলমারী গ্রামের বজলুর রহমানের কাছ থেকে ৫০ শতক, ১৬ শতক ও ৮ শতক আয়তনের ২টি পুকুরসহ মোট ৪টি পুকুর বার্ষিক ১ লাখ ২৫ টাকায় লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন একই গ্রামের আকবর হোসেনের ছেলে আনোয়ার হোসেন, আব্দুল মালেকের ছেলে মনজু, মনছের আলীর ছেলে আব্দুর রউফ ও এহসাক মন্ডলের ছেলে রেজাউল হোসেন।

কিন্তু সোমবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা ওই ৪টি পুকুরে বিষ প্রয়োগ করে এবং একটি নৌকা ভাঙচুর করে। দুর্বৃত্তদের বিষ প্রয়োগের কারণে মঙ্গলবার ওই সকল পুকুরের সব মাছই মরে ভেসে ওঠে। এতে ওই মৎস্যচাষীদের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে মৎস্যচাষী আনোয়ার হোসেন ও মনজু বলেন, আমাদের পুকুরের পাশেই একই গ্রামের হযরত আলীর ২০ শতক, আবু বক্কারের ১৬ শতক ও শাহআলমের ১৬ শতক পুকুর থাকলেও তাদের একটি মাছও মারা যায়নি। তাই ধারনা করা হচ্ছে, গত এক সপ্তাহ আগে ওই পুকুর মালিক হযরত আলীর ছেলে রাজন ও তার বন্ধুদেরকে আমাদের পুকুরে জাল ফেলতে নিষেধ করায় তারাই এঘটনাটি ঘটিয়েছে। তাই এঘটনায় নিরুপায় হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ক্ষতিগ্রস্থ এই মৎস্যচাষীরা।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: