নাটোরে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উদ্বুদ্ধকরণ ক্যাম্প উদ্ধোধন
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নে তিন দিনব্যাপী জন্ম ও মৃত্যু নিবন্ধনে উদ্বুদ্ধকরণ ফ্রি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সেইসাথে নিবন্ধনে আসা মানুষদেরকে ছোট কম্বল ও তোয়ালে প্রদান করা হচ্ছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০টায় চাপিলা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন ভুট্টুর সভাপতিত্বে ওই ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও মো: তমাল হোসেন।
এসময় ইউপি সচিব মো. আজহারুল ইসলাম, ইউপি সদস্য খলিলুর রহমান, আব্দুল হান্নান, আব্দুর রহমান, মহিলা মেম্বার মোমেনা বেগম, রাহীমা খাতুন, বুলবুলি পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রথম দিনেই ওই উদ্বুদ্ধকরণ ক্যাম্পে আগত স্থানীয় জনসাধারণ ভীড় জমান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: তমাল হোসেন বলেন, উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও চাপিলা ইউনিয়ন পরিষদের আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধনে মানুষকে উদ্বুদ্ধ করতে এই ফ্রি ক্যাম্প করা হয়েছে। নিবন্ধন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলমান থাকবে।