চলনবিলে পাখি শিকারীর কিল্লা ধ্বংস, অর্ধশত বক উদ্ধার
মো: রবিউল ইসলাম, (নাটোর) :
নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে অভিযান চালিয়ে শিকারীর হাত থেকে অর্ধশত বক উদ্ধার করে উন্মুক্ত উন্মুক্ত করা হয়েছে। এসময় ৬ পাখি শিকারীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলাবার (০৫ অক্টোবর) সকালে চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির সদস্যরা সিংড়া উপজেলার গুনাইখড়া, দিঘলগ্রাম ও নলবাতা এলাকায় অভিযান চালায়। এসময় শিকারীদের পেতে রাখা পাখির কিল্লা বা ফাঁদ ধ্বংস করে সেখান থেকে উদ্ধার করা হয় অর্ধশত বক। পরে বক সহ ৬ শিকারীকে ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসানের ভ্রাম্যমান আদালতে প্রেরণ করে পরিবেশ কর্মিরা। পরে আদালতে ৭হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে মুক্তি পান তারা। পরে চলনবিল গেট এলাকায় উন্মুক্ত করা হয় বকগুলো।