শিরোনাম

South east bank ad

রাজশাহীতে অপহরণ চক্রের নারী সদস্যসহ তিনজন গ্রেপ্তার

 প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

রাজশাহীতে অপহরণকারী চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুর ১২ টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক বলেন, সোমবার গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর অলোকার মোড় এলাকায় অভিযান চালায়। চক্রের মূলহোতা পবা থানার চৌবাড়িয়া এলাকার ইউসুফ আলী মাস্টারের মেয়ে এবং ফরিদ হোসেনের স্ত্রী নার্গিস নাহার হেলেনাকে গ্রেপ্তার করা হয়। নার্গিসের সহযোগী নগরীর বোয়ালিয়া থানার সুলতানাবাদ এলাকার আমিনুর রহমানের ছেলে বাপ্পী (৩২) ও পঞ্চবটি এলাকার মৃত খলিলের মেয়ে ও রানার স্ত্রী কোহিনুর রাত্রীকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাসা-বাড়িতে নিয়ে গিয়ে নারী দ্বারা অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার ভয় দেখিয়ে জিম্মি করে মুক্তিপণ ও চাঁদা আদায় করে চক্রটি। এ সময় অপহরণ চক্রটি বিভিন্ন পেশার ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে বাড়িতে নিয়ে যায়। পরে নারীদের দ্বারা অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার ভয় দেখায় ও জিম্মি করে মুক্তিপণ আদায় করে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের নিকট থেকে প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকা হতে নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন এই অপকর্ম করে আসছে। অনেকে এই চক্রের শিকার হলেও নিজেদের সম্মান, পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষুণœ হওয়ার ভয়ে অভিযোগ করছেন না। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও নগর পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে নগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: