বগুড়ায় ফেন্সিডিলসহ গ্রেপ্তার-৩
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় ৩৩৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সকাল সোয়া ৮টার দিকে শেরপুর উপজেলার গাড়ীদহ বাজার বগুড়া-ঢাকা মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃৃতরা হলো- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিয়ারা এলাকার আক্কাছ আলীর ছেলে আশিক বাবু (২৪) এবং একই এলাকার আলম।
র্যাবের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলার গাড়ীদহ বাজার বগুড়া-ঢাকা মহাসড়কের নির্মায়মান ফ্লাইওভারের উত্তর পাশের বাসস্ট্যান্ডের অস্থায়ী টিকিট কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ মাদক বিরোধী চেকপোষ্ট স্থাপন করে। সেখানে ৩৩৮ বোতল ফেন্সিডিল, ০১টি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২১-৪২৩৭), মোবাইল এবং নগদ টাকাসহ আশিক বাবু ও আলমকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
অপরদিকে ১৫ গ্রাম হেরোইনসহ বগুড়ার সোনাতলায় নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার পুর্ব তেকানী গ্রামের শামছুল শেখের মেয়ে মেনেকা বেগম (৩২)।
রবিবার দিবাগত রাতে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সোনাতলা থানা পুলিশ। তারই অংশ হিসেবে এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পশ্চিম তেকানী গ্রামে অভিযান পরিচালনা করে ওই নারী মাদক ব্যবসায়ীকে ১৫ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৯ হাজার টাকাসহ আটক করে।
আজ দুপুরে নারী মাদক ব্যবসায়ীকে মাদক মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করে সোনাতলা থানা পুলিশ।