২৬ ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে পূজি সহায়তা
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুরে ২৬ ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে পূজি সহায়তা ঋণ দিয়ে যাত্রা শুরু করলো ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)। ৩ অক্টোবর রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে টিএমএসএস-এর শেরপুর সদর শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তাদিরুল আহমেদ। অনুষ্ঠানে টিএমএসএস পরিচালক অপারেশন রেজাউল করিম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ভারপ্রাপ্ত পৌর মেয়র মো. নজরুল ইসলাম, টিএমএসএস ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর সোহরাব আলী খান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান ফাতেমা, অগ্রনী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক নুরে আলম সিদ্দিক প্রমুখ। এ অনুষ্ঠানে ২৬ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তার মাঝে কৃষি আবাদ, গবাদিপশু লালন-পালন, ইজিবাইক ও সিএনজি অটোরিক্সা পরিচালনা, ব্যবসায়িক গেরেজ উন্নয়ন সহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ১০ লাখ ৪৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
বগুড়া জেলার ঠেঙ্গামারা এলাকায় দরিদ্র ভিক্ষুকদের মুষ্টির চালের সঞ্চয় ২৬০ মণ চাল পূজি নিয়ে নিয়ে বিগত শতাব্দির আশির দশকে যাত্রা শুরু করে টিএমএসএস।
রূপান্তরিত নারী অশোকা ফেলো অধ্যাপক ড. হোসনে আরা বেগম টিএমএসএস প্রতিষ্ঠা করেন। দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন ও মানবসম্পদ উন্নয়নে ক্ষুদ্রঋণ ছাড়াও কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন সেক্টরে ৪১টি বিজনেস এন্টরপ্রাইজ প্রতিষ্ঠা এবং দেশের ৬৪ জেলায় ৮৬৯টি শাখার মাধ্যমে কাজ করছে টিএমএসএস। বর্তমানে টিএমএসএসের ৮৮ ধরনের সেবা ও উদ্যোগের অন্তর্ভুক্ত রয়েছে ৭০ লাখ ৭১ হাজার ৭৮৫ জন উপকারভোগী।