পদ্মায় লাফ দিয়ে ভারতীয় নাগরিকের আত্মহত্যা
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো):
রাজশাহীর পদ্মানদীতে নৌকা থেকে লাফ দিয়ে ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে। গত শনিবার (০২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ফেনসিডিল নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হাতে আটক হওয়ার পর রাজশাহী সীমান্তের পদ্মানদীর ত্রিমোহনী এলাকায় নৌকা থেকে ঝাঁপ দিলে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম ভরত মণ্ডল (৩৩)। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চকরাজাপুর পশ্চিম কলোনির তারাপদ মণ্ডলের ছেলে
রাজশাহী মহানগরের কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সিদ্দিকুর রহমান জানান, শনিবার গভীর রাতে ১০০ বোতল ফেনসিডিল নিয়ে বাংলাদেশ সীমান্তের মধ্যে ঢোকেন ভরত মণ্ডল। এ সময় পদ্মার চরের ১০ নম্বর পিলারের কাছে টহলরত বিজিবি সদস্যদের হাতে তিনি ধরা পড়েন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে নৌকায় নিয়ে ফিরছিলেন। কিন্তু নদীপথে আসার সময় ওই ব্যক্তি হ্যান্ডকাফ পরা অবস্থায় নৌকা থেকে ঝাঁপ দেন। এতে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এরপর ভোরে বিজিবি সদস্যরা তার মরদেহ পাওয়ার কথা পুলিশকে জানায়।
এ ঘটনায় রবিবার (০৩ অক্টোবর) দুপুরে ১০ নম্বর পদ্মারচর সীমান্ত ফাঁড়ির বিজিবির পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলাও হয়েছে। পরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল (রামেক) কলেজের মর্গে পাঠানো হবে। আর পদ্মানদীতে অপমৃত্যুর ঘটনা ঘটায় মামলাটি নৌ পুলিশ তদন্ত করবে বলেও জানান কাটাখালী থানার এই পুলিশ কর্মকর্তা।