আনোয়ারায় অজ্ঞাত মরদেহ উদ্ধার
জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অজ্ঞাত (৪২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (০৩ অক্টোবর) সকালে উপজেলার বরুমচড়া রাস্তার মাথার আগে আনোয়ারা-বাশখালী পিএবি সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী আব্দুল লতিফ জানান,সকালে উপজেলার বরুমচড়া রাস্তার মাথার আগে সড়কের উপর লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
এই বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, নিহত অজ্ঞাত ব্যক্তি নাম পরিচয় এবং তার হত্যা রহস্য উদঘাটনের কাজ শুরু করেছে পুলিশ। তবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।