সোনাতলায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার সোনাতলা উপজেলার একটি রেল সেতুর নিচে থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার (৭০) লাশ উদ্ধার করেছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলা সদরের চামুরপাড়া এলাকায় এই লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চামুরপাড়া এলাকার রেল ব্রিজের ডোবায় নিচে প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার লাশ দেখা যায়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে আসে।
পুলিশ জানায়, বৃদ্ধার শরীরে অনেক জখম রয়েছে। মৃতের হাত ভাঙা দেখা গেছে। এসব দেখে ধারনা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে পড়ে বা লাইনের পাশ দিয়ে চলার পথে ধাক্কায় নিচে পরে তার মৃত্যু হয়।
সোনাতলা থানার উপপরিদর্শক (এস আই) গফুর মনজুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধারের পর রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে আসেন। কিন্তু লাশ রেলব্রিজের নিচে পাওয়া যায়। তাই ওই লাশ তারা গ্রহণ করেননি।
এসআই গফুর আরও বলেন, বৃদ্ধার লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। আর বৃদ্ধার পরিচয় জানার প্রচেষ্টা চলছে।