আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমটিও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে (এআইবিএল) নতুন নিয়োগকৃত ১১৬ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারের (এমটিও) ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও ফরমান আর চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএমডি এসএম জাফর, শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহ্মুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) কাজী মাহমুদ করিম, আক্তার কামাল, মো. মাজহারুল ইসলাম এবং এআইবিটিআরআইয়ের মহাপরিচালক মো. আব্দুল আউয়াল সরকার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ্।