মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশন’র বর্ষপূর্তি উদযাপন
নামঃ জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মানবিক সংগঠন "মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশন" এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে দেশ-বিদেশে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পহেলা অক্টোবর সকালে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং সন্ধায় উপজেলার সদরে অবস্থিত হাঁড়িয়ালী রেস্তোরাঁয় কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রবাসী ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী মোঃ শহিদুল ইসলাম করিম।
বিশেষ অতিথি হিসেবে সাংবাদিক এনামুল এক নাবিদ, ফাউন্ডশনের অর্থ সম্পাদক মোঃ শাকিল, সহ-অর্থ সম্পাদক মোঃসুমন এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বর্ষপূর্তি উপলক্ষে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ হুসাইনের উপস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। এসময় মাওলানা হারুনুর রশিদ, মোঃ আনোয়ার হুসাইন, মোঃ নিজাম উদ্দিন, মোঃ সোহেল, মোঃ রুবেল মিয়া, জাহিদুল ইসলাম জুবেল, মুহাম্মদ সুমন আহমেদ এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বাহারাইনে মোঃ পারভেজ আলী সহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে কেক কেটে ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন করা হয়।