শিরোনাম

South east bank ad

শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলক ফেরি চালানো হবে সোমবার

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আরাফাত হাসান, (মাদারীপুর) :

সোমবার পরীক্ষামূলকভাবে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চালানো হবে। পদ্মা নদীতে স্রোতের গতিবেগ কমে আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিআইডব্লিউটিসি নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিসি সুত্র জানায়, গত দুদিন শিমুলিয়া-বাংলাবাজার রুটে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর একটি বিশেষজ্ঞ দল সার্ভে করে। এসময় তারা নদীতে স্রোতের গতিবেগ কম দেখতে পান। এরফলে সোমবার থেকে পরীক্ষামুলকভাবে ফেরি চালানোর সিদ্ধান্ত নেন কত্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে ফেরি চালানো সফল হলে সকল ফেরি চালানো হবে। এজন্য ফেরিও প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাবাজার ঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার মোঃ সালাহউদ্দিন বলেন, সোমবার পরীক্ষামূলকভাবে ফেরি চালানোর জন্য ফেরি প্রস্তুত রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির পরিচালক(বানিজ্য) মোঃ আশিকুজ্জামান বলেন, পদ্মা নদীতে স্রোতের গতিবেগ কমে এসেছে। সার্ভে ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সোমবার পরীক্ষামূলকভাবে ফেরি চালানো হবে। সফল হলে ফেরি চলবে।

উল্লেখ্য, পদ্মা সেতুর পিলারে একাধিক ফেরির ধাক্কার ঘটনায় দূর্ঘটনা এড়াতে ১৮ আগষ্ট থেকে সকল ফেরি সার্ভিস বন্ধ রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: