পুলিশ কর্মকর্তাকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি
আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :
রংপুর নগরীর হারাগাছ থানা পুলিশের এএসআই পিয়ারুল ইসলামকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে মাদক ব্যবসায়ী পলাশ মিয়া।
শুক্রবার (০১ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল মাহবুবের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন তিনি।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পলাশের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পিবিআই। কিন্তু আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে আসামি পলাশকে আদালতে নেওয়া হয়। সন্ধ্যায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-মাহবুবের আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দি গ্রহণ শেষে বিচারক আসামি পলাশকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, চলতে মাসের ২৬ সেপ্টেম্বর এএসআই পিয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নগরির বাহারকাছনা এলাকায় মাদক ব্যবসায়ী পলাশকে ১৫১ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক করে। এসময় পলাশ এএসআই পিয়ালকে ছুরি দিয়ে গুরুতর আহত করেন।
শনিবার চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। মামলা দুটির বাদী হারাগাছ থানার উপপরিদর্শক জিল্লুর রহমান।