চরফ্যাসনের চরগুলো হবে উপশহর : এমপি জ্যাকব
আমিনুল ইসলাম, (চরফ্যাসন) :
শুক্রবার ভোলার চরফ্যাসনে সাগরঘেরা দূর্গম দ্বীপ ইউনিয়ন চর কুকরি-মুকরি লঞ্চঘাট টু বাজার পর্যন্ত পাঁকা রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অতিরিক্ত সচিব ড. মোঃ রেজাউল হক।
এমপি জ্যাকব বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত কুকরি-মুকরি এই দ্বীপ জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক সহযোগিতায় চরবাসীকে বন্যা ও জলোচ্ছাস থেকে রক্ষায় বেড়িবাঁধ, স্লুইজগেইট নির্মাণ, সাব-মেরিন ক্যাবলের মাধ্যমে চরে বিদ্যুতায়ন, আন্তর্জাতিক মানের রেস্ট হাউজ, ইকোপার্ক, পাকা রাস্তাঘাটসহ চরের অবকাঠোমো উন্নয়নে সরকারের বিশাল উন্নয়ন কর্মযজ্ঞের মাধ্যমে কুকরি-মুকরি ইউনিয়নে নতুন দিগন্তের সুচনা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, নির্বাহী কর্মকর্তা আল নোমান, পৌর মেয়র মো. মোরশেদ, চর কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্রসহ উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।