পাবনায় নিউজবাংলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সুশান্ত কুমার সরকার, (পাবনা) :
বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে পাবনা।
দিনটি উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে এগারোটায় পাবনা প্রেসক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথমে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের বর্ষপূর্তিতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন পাবনা জেলা প্রতিনিধি ইমরোজ খোন্দকার বাপ্পি।
পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদের সভাপতিত্বে ও সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল'র সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, পাবনা জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম, পাবনা জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, এটিএন নিউজ জেলা প্রতিনিধি রিজভী জয়।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা নিউজবাংলার সংবাদ মানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, মুক্তিযোদ্ধার চেতনাকে সমুন্নত রেখে নিউজ বাংলাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, রেডিও বাংলাদেশের জেলা প্রতিনিধি সুশীল তরফদার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ বাবলা, দি ডেইলী স্টার'র জেলা প্রতিনিধি আহমেদ হুমায়ুন কবির তপু, বাসস'র জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, নিউজ এইজ জেলা প্রতিনিধি মাহফুজ আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদ কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।