অবৈধ বালু উত্তোলন করায় অভিযান জরিমানা
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :
হবিগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) ইশরাত জাহানের নির্দেশে চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার, দুপুরে উপজেলার শানখলা ইউনিয়নের অন্তর্গত মির্জাপুর নামক স্থানে অবৈধ বালু মহালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক।
এ সময় অবৈধভাবে উত্তোলণকারী মোঃ ছালেক মিয়া (৩৫) কে ১লক্ষ টাকা জরিমানা ও বালু এবং ড্রেজার মেশিন জব্দ করা হয়। বালু ব্যবসায়ী ছালেক মিয়া শানখলা ইউনিয়নের পঞ্চাশ এলাকার জালাল মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক জানান, দীর্ঘদিন ধরে ছালেক মিয়া আশপাশের জমিজমা ক্ষতিসাধন ও সরকারী সড়ক দখল করে অবৈধভাবে বালু ব্যবসা করে আসছিল, এমন তথ্যের ভিত্তিতে দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত অভিযান চালোনো হয়।
এ অভিযানে আনুমানিক ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়। এ ধরনের অভিযান অব্যাহত আছে বলে ইউএনও সিদ্ধার্থ ভৌমিক জানান। ভ্রম্যমান আদালতকে সহযোগিতা করেন চুনারুঘাট থানার এসআই আব্দুল মোতালিবের নেতৃত্বে একদল পুলিশ।