শরীয়তপুরে আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য আটক
শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুরে আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। সম্প্রতি পালং মডেল থানার আংগারিয়া এলাকায় দিনদুপুরে ঘরের তালা কেটে দুর্ধর্ষ দুটি চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ ও উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় শরীয়তপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়েছে।
তাদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্নালংকার ও চুরির কাজে ব্যবহারিত মালামাল উদ্ধার করা হয়েছে। দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার তানভির হায়দার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
এসময় পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিরা উপস্থিত ছিলেন।