কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা
সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী) :
পটুয়াখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহষ্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জেলা শিশু একাডেমীতে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার রেখা রানী হালদারের সঞ্চালনায় "আমরা শিশু কন্যা প্রযুক্তিতে সমৃদ্ধ হবো ডিজিটাল বাংলাদেশ গড়বো" এ সেøাগানে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেনএমপি। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) শিরিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম কুদ্দুস ভুইয়াঁ, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ ফয়সাল নাসিম সানি, মেয়র প্রতিনিধি কাউন্সিলর মোঃ জাহিদ সিকদার। আরো বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ, জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা মোঃ আবুল খায়ের লোকমান, মাওলানা শাহ মু. নিজামুল হক, নারী উন্নয়ন কর্মী ইসমত আরা বেগম,দশম শ্রেনীর ছাত্রী নুসরাত জাহান পাপিয়া।