www.bdfinancialnews24.com-এ সংবাদ প্রকাশের পর সংরক্ষিত করেছে বিসিক শিল্পনগরী
এম.এস রিয়াদ, (বরগুনা) :
গত ২২ সেপ্টেম্বর দেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল www.bdfinancialnews24.com-এ "বিসিক শিল্প নগরীতে কড়া নজরদারি চায় বরগুনার মানুষ" শিরোনামে নিউজ প্রকাশের পরপরই বরগুনার বিসিক শিল্পনগরী এলাকা কর্তৃপক্ষ সংরক্ষিত করে দিয়েছেন। সেই সাথে নিরাপত্তার কথা মাথায় রেখে কাশফুল কেটে ফেলা হচ্ছে।
১০.২০ একর এলাকা জুড়ে কাশফুলের কোমল শুভ্রতায় হেসে-খেলে বেড়ানো মানুষ বলছে- জায়গাটি দিয়া বাড়ি নামে খ্যাত ছিল। ঘুরতে আসত কোন সুন্দর সুন্দর ও মনোরম পরিবেশ থাকায়।
তারা বলছেন- যেহেতু এখানে কিছুদিন পূর্বে নানা ধরনের অঘটন ঘটেছে, সুতরাং এ জায়গাটি সংরক্ষিত করায় আমরা খুশি। তাছাড়া জায়গাটি বিসিক শিল্পনগরীর আওতাভুক্ত এখানে ভবিষ্যতে গড়ে উঠবে নতুন নতুন উদ্ভাবনী নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প ও কারখানা।
এ বিষয়ে বরগুনা বিসিক শিল্পনগরীর ডেপুটি ম্যানেজার (ডিএম) কাজী তোফাজ্জেল হক বলেন- বিসিক শিল্পনগরীর নিরাপত্তা নিশ্চিত করতে সব কাশফুল কেটে ফেলা হয়েছে। তাছাড়া এ জায়গাটি পর্যটন কেন্দ্র নয়। অচিরেই শিল্প নগরীর সকল ধরনের কার্যক্রম শুরু করা হবে।