শিরোনাম

South east bank ad

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে অপহরণের মামলায় দুই কিশোরকে ৫ বছর কারাদণ্ড

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :

জয়পুরহাট জেলা কালাই উপজেলার মুলগ্রামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে অপহরণের মামলায় দুই কিশোরকে ৫ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ৩টায় জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রা‌ইব্যুনাল জয়পুরহাট এর বিচারক রুস্তম আলী এ রায় ঘোষণা করেন।

আসামি দুজন কিশোর হওয়ায় তাদের দুজনকে যশোর কিশোর কারাগারে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা যায, ২০১৯ সালের ১৫ জুন সকাল ১২টার দিকে ওই স্কুল ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে জয়পুরহাটের কালাই উপজেলার মূল গ্রাম মধ্যে পাড়ার মো. বাদেশের ছেলে মোশারফ (১৪) ও জামালের ছেলে সাব (১৬) রাস্তা থেকে জোরপূর্বক উঠিয়ে নিয় যায়। এরপর একটি বাগানে নিয়ে গিয়ে মুখ বেঁধে কিডনি নেওয়ার হুমকি দিলে শিশুটি চিৎকার করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অপহরণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনেই শিশুটির পিতা বাদী হয়ে কালাই থানায় দুই জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এ ঘটনায় ২০১৯ সালের ২৯ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন।

জয়পুরহাট আদালতের নারী ও শিশু আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি দুজনের বয়স কম হওয়ায় দুজনকে ৫ বছর করে কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে যশোর কারাগারে পাঠিয়েছেন জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: