শিরোনাম

South east bank ad

দুর্গাপুরে নিরাপদ সড়ক ও ট্রাফিক ব্যবস্থার দাবিতে মানববন্ধন

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিক, (দুর্গাপুর) :

নেত্রকোণার দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে হাইওয়ে পুলিশি স্থায়ী টহল ব্যবস্থা, বিরিশিরি ও দুর্গাপুর সদরে প্রেসক্লাব মোড়সহ অন্যসব গুরুত্বপূর্ণ মোড়ে স্থায়ী ট্রাফিক ব্যবস্থা এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল পোনে ১২টার দিকে পৌরশহরের বিরিশিরিতে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বিরিশিরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বিরিশিরি পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ঘণ্টাব্যাপি চলা এই কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস আকঞ্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি নুরুল আলম, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, শ্রমিক নেতা নজরুল আকঞ্জি, সাংবাদিক রিফাত আহমেদ রাসেল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর এমরোজ হোসেন, শফিউল আলম স্বপন সহ অন্যান্যরা।

এতে বক্তারা বলেন, সোমেশ্বরী নদী থেকে অপরিকল্পিতভাবে বালু পরিবহনের ফলে দুর্গাপুরবাসী বহুল কাঙ্খিত সড়ক দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়ক আজ মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা নিঃস্ব হচ্ছে পরিবার। অদক্ষ চালক আর ফিটনেসবিহীন গাড়ির ফলে প্রতিনিয়ত ঘটছে এই দুর্ঘটনা। তাই এই সড়কে মানুষের জানমাল নিরাপদে এবং যানজট নিরসনে সুপরিকল্পীত ট্রাফিক ব্যবস্থার প্রয়োজন বলে দাবি তুলছেন তারা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: