শিরোনাম

South east bank ad

মুজিবশতবর্ষ গোল্ডকাপ ফুটবলের প্রথম রাউন্ডের খেলা শেষ

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

শেরপুরে মুজিবশতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। ২৮ সেপ্টেম্বর বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে গ্রুপ পর্যায়ে প্রথম রাউন্ডের শেষ খেলায় গ গ্রুপের কামারিয়া ইউনিয়নকে ৪-১ গোলে পরাজিত করে চরশেরপুর ইউনিয়ন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক। হুইপ আতিউর রহমান আতিকের সৌজন্যে সদর উপজেলা ক্রীড়া সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করে। টুর্নামেন্টে এ পর্যন্ত ক গ্রুপে ট্রাইবেকারে ৪-২ গোলে গাজিরখামার ইউনিয়নকে পরাজিত করে রৌহা ইউনিয়ন, দ্বিতীয় খেলায় ১-০ গোলে বলায়েরচর ইউনিয়নকে পরাজিত করে চরপক্ষীমারী ইউনিয়ন, খ গ্রুপের প্রথম খেলায় ২-০ গোলে ভাতশালা ইউনিয়নকে পরাজিত করে পাকুড়িয়া ইউনিয়ন, দ্বিতীয় খেলায় ৩-১ গোলে লছমনপুর ইউনিয়নকে পরাজিত করে চরমোচারিয়া ইউনিয়ন। গ গ্রুপের প্রথম খেলায় ৩-০ গোলে বাজিতখিলা ইউনিয়নকে পরাজিত করে ধলা ইউনিয়ন, দ্বিতীয় খেলায় কামারিয়া ইউনিয়নকে ৪-১ গোলে পরাজিত করে চরশেরপুর ইউনিয়ন।

বাই পাওয়ায় ঘ গ্রুপে কামারেরচর ইউনিয়ন ও বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়ন গ্রুপ ফাইনাল খেলার সুযোগ পেয়েছে। এ চার গ্রুপের চ্যাম্পিয়নরাই সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।

গ্রুপ পর্যায়ের ফাইনাল খেলার প্রথমটি ২৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় ঘ গ্রুপের কামারেরচর ইউনিয়ন ও বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়ন প্রতিদ্বন্ধিতা করবে। ৩০ সেপ্টেম্বর রৌহা ও চরপক্ষীমারি ইউনিয়ন, ১ সেপ্টেম্বর খ গ্রুপের পাকুড়িয়া ইউনিয়ন ও চরমুচারিয়া ইউনিয়ন, ২ সেপ্টেম্বর গ গ্রুপের চরশেরপুর ইউনিয়ন ধলা ইউনিয়নের সাথে প্রতিদ্বন্ধিতা করবে।

পরে চার গ্রুপের চ্যাম্পিয়নরা সেমি ফাইনালে প্রতিদ্বন্ধিতা করবে। সেমিফাইনালে ইউনিয়ন খেলোয়াড় ছাড়াও প্রতিটি দলে ৫জন করে বিদশেী খেলোয়াড় খেলার সুযোগ পাবে।

ইতিমধ্যে মুজিবশতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামন্টের খেলা জমে উঠেছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: