প্রধানমন্ত্রীর জন্মদিনে শরীয়তপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ
শরীয়তপুর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে শরীয়তপুর জেলা পরিষদের উদ্যোগে প্রায় ২০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) বেলা ১১ টায় এসব গাছের চারা শরীয়তপুরের আটং, বুড়িরহাট ও কানার বাজার সড়ক সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্কুল-কলেজে রোপন করা হয়।
শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। শরীয়তপুর জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) প্রধান নির্বাহী মোঃ শামীম হোসেনের পরিচালনায় এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন, জেলা পরিষদের সদস্যগন ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। বৃক্ষরোপনকালে উপস্থিতির মাঝে গেঞ্জি, ক্যাপ ও খাবার বিতরণ করা হয়।