শিরোনাম

South east bank ad

ফরিদপুরের গাঁজাসহ আটক- ৪

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন, (ফরিদপুর) :

ফরিদপুরের মধুখালী থানার পৃথক ৩ টি স্থান হতে ইয়াবা ও গাঁজাসহ ২ ইয়াবা এবং ২ গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৮, ফরিদপুর ক্যাম্প।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকালে র‍্যাব-৮ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মৃগী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যাবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুব পালং এর ছেলে শফি উল্লাহ(২০)
এসময় আসামীর হেফাজতে থাকা ৫০৪০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল, ১টি সীমকার্ড ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

একই দিন বিকালে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কামারখালী টোল প্লাজার সামনে চেকপোস্ট স্থাপন করে কক্সবাজার জেলার চকোরিয়া থানাধীন আজিরনগর গ্রামের মৃত কাদের হোসেনের ছেলে মোঃ কামাল হোসেন(৩৫) নামক মাদক ব্যাবসায়ীকে আটক করে।

এ সময় তার হেফাজত হতে ৪০৫০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল জব্দ করা হয়।

পরবর্তীতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে অত্র ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বাখুন্ডা বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে বরিশাল জেলার মুলদী থানার চর কমিশনা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ সেলিম(৪৮) ও শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার মৃত দুলাল সরদারের ছেলে মোঃ শাহীন সরদার(৩৫)দ্বয়কে আটক করেন।

সময় তাদের হেফাজত হতে ২০ কেজি গাঁজা, ২ বোতল বিদেশী মদ, ১ বোতল ফেন্সিডিল এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ৩টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী এবং মধুখালী থানায় ৩ টি পৃথক আইনে মামলা করা হয়েছে বলে র‍্যাব-৮ জানায়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: