শরণখোলায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশুর
নইন আবু নাঈম, (শরণখোলা) :
বাগেরহাটের শরণখোলায় পা ফসকে পুকুরে পড়ে নুরমোহাম্মাদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । (২৮সেপ্টম্বার) মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে এঘটনা ঘটে । মৃত শিশু নুরমোহাম্মাদ রায়েন্দা বাজারের পাঁচরাস্তা এলাকার কাচামাল ব্যবসায়ী ও রাজৈর গ্রামের লোকমান হাওলাদারের ছেলে ।
মৃত্যু শিশু নুরমোহাম্মাদ এর নানী সেলিনা বেগম জানান, মঙ্গলবার সকালে রুটি খেয়ে নুরমোহাম্মাদ ঘর থেকে বের হয় ।এর কিছুক্ষণ পর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ঘরের সামনের পুকুরে খোঁজ করলে তাকে পানির নিচে পাওয়া যায় । সাথে সাথে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
শরণখোলা থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন, এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে । তাছাড়া তদন্ত করে দেখা হচ্ছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।