শিরোনাম

South east bank ad

ধুনটে ১২০বস্তা সরকারি চাল জব্দ, গ্রেপ্তার-২

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার ধুনট উপজেলায় কলোবাজারে বিক্রয়ের জন্য পাচারকালে ভটভটি বোঝাই খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৩ হাজার ৬০০ কেজি (১২০ বস্তা) সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার চৌকিবাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আরিফ হোসেন (৪৪) ও একই গ্রামের কালাম মন্ডলের ছেলে ভটভটি চালক মঞ্জু মন্ডলকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার সকালে পুলিশ বাদি হয়ে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ইউপি সদস্য ফরহাদ হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আরিফ ও মঞ্জুকে মঙ্গলবার দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সোমবার উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের দিঘলকান্দি বাজার এলাকায় সরকারি ডিলারের মাধ্যমে সুবিধাভোগিদের মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিক্রি করা হয়। এ অবস্থায় সোমবার রাত ৯টার দিকে ওই বাজার এলাকা থেকে ১০ টাকা কেজি দরের ১২০বস্তা চাল ভটভটি বোঝাই দিয়ে বিক্রয়ের জন্য পাচারের চেষ্টা করে স্থানীয় অসাধু চক্র।

সংবাদ পেয়ে থানা পুলিশ ভটভটি বোঝাই ১০টাকা কেজি দরের ১২০ বস্তা চাল জব্দ করে। এ সময় ঘটনাস্থল থেকে ভটভটি চালক মঞ্জু মন্ডল ও আরিফকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী এ ঘটনার সঙ্গে আরো ৮জনের জড়িত থাকার প্রমান পেয়েছে পুলিশ।

এ ঘটনায় থানার এসআই রুহুল আমীন খান বাদি হয়ে মামলা দায়ের করেছে। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও চৌকিবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য দিঘলকান্দি গ্রামের ফরহাদ হোসেনসহ ১০ জনকে আসামী করা হয়েছে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, চাল কেলেঙ্কারির মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া এই অসাধু চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: