প্রধানমন্ত্রী জম্মদিনে সাংসদ মোজাফফর হোসেনের খাবার বিতরণ
শামীম আলম, (জামালপুর) :
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জামালপুরের বিভিন্ন স্থানে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ করেন আলহাজ বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন এমপি।
মঙ্গলবার দুপুরে জামালপুরের শহরের বিভিন্ন স্থানে এ খাবার বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন , উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন , ছাইফুল ইসলাম রাহাত প্রমুখ ।
খাবার বিতরণ শেষে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয় । শহরের বিভিন্ন স্থানে ৫০০ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় । খাবার পেয়ে খুশি এসব ছিন্নমূল মানুষ।