বরগুনায় মোটরসাইকেলসহ চোর চক্রের দু'জন আটক
এম.এস রিয়াদ, (বরগুনা) :
বরগুনার পশ্চিম বরগুনা থেকে দুই চোরকে আটক করেছে বরগুনা সদর থানা পুলিশ। রোববার (২৬ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে চুরি হওয়া মোটরসাইকেলসহ তাদেরকে আটক করা হয়।
আটক হওয়া দুজন পটুয়াখলীর কলাপাড়ার নাচনাপাড়া গ্রামের আলাউদ্দিন শিকদারের ছেলে মোঃ রুমান (২২) এবং একই গ্রামের রুস্তম আলী সরদারের ছেলে মোঃ মাসুম (৩১)।
পুলিশ সূত্রে জানা গেছে- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চোরাই মোটরসাইকেলের নাম্বার প্লেট পরিবর্তনের জন্য বরগুনা বিআরটিএর অফিসে আসে মাসুম ও রুমান। কিন্তু অফিসের কর্তব্যরতরা জানিয়ে দিয়েছেন ফিঙ্গারপ্রিন্ট ছাড়া নাম্বারপ্লেট পরিবর্তন করা যাবেনা।
মোটর সাইকেলের মালিক জব্বার খান বলেন- দীর্ঘদিন পরে মোটরসাইকেল উদ্ধার হবে এমনটা কল্পনাতেও আসেনি। এসময় বরগুনা সদর থানা পুলিশকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে,এম, তারিকুল ইসলাম বলেন- গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাঠপট্টি এলাকা থেকে মোটরসাইকেলসহ চোর চক্রের দু'জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই।
তিনি আরো বলেন- ২০১৭ সালে সাধারণ ডায়েরির প্রেক্ষিতে চুরি হওয়া মোটরসাইকেলটি দীর্ঘ চার বছর পরে হলেও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।