শাকিল হত্যাকান্ডের ২আসামী আটক
জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মোহাম্মদ শাকিল (১৭) হত্যাকাণ্ডে জড়িত দুই তরুণকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫-সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ তারেকুল ইসলামের পুত্র মোঃ মোহসিন (১৮) ও নগরীর সদরঘাট থানার মোঃ সোলেমানের পুত্র মোঃ ইরফান (২১)।
আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, শাকিল পুরাতন ব্রীজঘাট এলাকায় একটি এলপি গ্যাসের দোকানে চাকরি করার পাশাপাশি মাঝেমধ্যে রাতের বেলায় ব্যাটারিচালিত রিকশা চালাতো। শুক্রবার রাতেও সে রিকশা নিয়ে বের হলে রিকশা ছিনিয়ে নিতে মূলত তাকে শ্বাসরোধ করে হত্যা করে খুনিরা। এঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে শাকিলের ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে,গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ২নং চরলক্ষ্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চার রাস্তার মোড়ে অবস্থিত বড় মাঝির খামার এলাকা থেকে শাকিল (১৭) এর মরদেহ উদ্ধার করে পুলিশ।