শিরোনাম

South east bank ad

বিভাগের ৩০ একর জমিতে দেয়াল নির্মাণ, পুলিশের বাধা

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো.নজরুল ইসলাম, (ময়মনসিংহ) :

ময়মনসিংহের ভালুকা উপজেলা হবিরবাড়ি বিটের জামিরদিয়া মৌজায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় প্রভাবশালী একটি চক্রবন বিভাগের ৩০ একর সংরক্ষিত বনভূমি জবর দখলের উদ্দেশ্যে সীমানা প্রাচীর নির্মাণ করে ফেলেছে। প্রকাশ্যে প্রায় এক শত কোটি টাকার জমি জবর দখলের উদ্দেশ্যে বাউন্ডারি দেয়াল নির্মাণ করায় বন বিভাগ অসহায় অবস্থায় অবন্থায় রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এব্যাপারে আদালত, প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী প্রয়োজনীয় সহায়তা না করলে শত কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করা দুরূহ হবে বলে সংশ্লিষ্টরা জানান।

ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা এ.কে.এম রুহুল আমীন জানান, ময়মনসিংহের ভালুকা উপজেলা হবিরবাড়ি বিটের জামিরদিয়া মৌজায় সি.এস ৬৭নং দাগের মোট ৪৫.৮৮ একর। যৌথ জরিপকৃত সংরক্ষিত বন বিভাগের ৩০ একর জমি। একই দাগে আনুমানিক ৫ একর জমি আবদুল গাফ্ফার চৌধুরীর নামে রয়েছে।বন বিভাগের জমির চৌহদিতে তিনদিকে ব্যক্তি মালিকানাধীন জমি এবং এক দিতে রাস্তা। বন বিভাগের জমি জবর দখলের উদ্দেশ্যে সেই রাস্তার পাশেই সীমানা প্রাচীর নির্মাণ করেছে ফেলেছে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও আবদুল গাফ্ফার চৌধুরীর পক্ষেস্থানীয় প্রভাবশালী বেলাল ফকিরতার মাস্তানদের দিয়ে প্রকাশ্যে জোর বন বিভাগের জমির উপর বাউন্ডিারি দেয়াল নির্মাণ করে ফেলেছে।

আদালত সূত্র জানা গেছে, ময়মনসিংহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নং ২৩/২০১৭ সিভিল পিটিশন মোকাদ্দমায় বিজ্ঞ বিচারক গত ২০২১ সালের ২১ সেপ্টেম্বর ইং তারিখে ৬৭ দাগের তফসিলে বর্ণিত জমিতে বাদি ও বিবাদি পক্ষ উভয়ে কোনারূপ প্রবেশ না করে শান্তিপূর্ণ ভোগদখলেল কোনরূপ বাধা বিপত্তি সৃষ্টি না করার জন্য অন্তবর্তীকালীন নিষেধজ্ঞা জারি করেন।

বন বিভাগের জমির উপর জোরপূর্বক নির্মিত বাউন্ডারি দেয়ালটি ভেঙ্গে ফেলার জন্য প্রতিকার চেয়ে ভালুকা উপজেল নির্বাহী অফিসার ও ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছে।

উল্লেখ্য, ইতিপূর্বে ২০১৯ সালে উক্তস্থানে জবরদখলের উদ্দেশ্যে সীমানা প্রাচীর নির্মাণ করতে চাইলে দুদক ও ভালুকা থানা পুলিশের সহযোগীতায় তা ভেঙ্গে ফেলা হয়।

এ ব্যাপারে ভালুকায় আবদুল গাফ্ফার চৌধুরীরস্থানীয় এজেন্ট বেলাল ফকিরের মোবাইল নম্বরে বার বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, বন বিভাগের লোকজন রবিবার এসেছিল থানায়। তাদের অভিযোগের ভিত্তিতে রবিবার বিকেলে পুলিশ সীমানা প্রাচীন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: