মাধবপুরে পূজা উদযাপন কমিটির সভা
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুরে স্বাস্হ্যবিধি মেনে আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে থানা পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৬ সেপ্টেম্বর সকালে ১১ টায় থানা মিলনায়তন কক্ষে ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার ১২০টি পুজা কমিটির প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ।
এস আই ফজলে রাব্বির সঞ্চাচলনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন ,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুনিল,সহ-সভাপতি জগদীশ মোদক, সম্পাদক লিটন রায়, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শংকর পাল সুমন,পৌর শাখার সভাপতি প্রমোদ রঞ্জন মালাকার, সম্পাদক দুলাল মোদক সহ প্রমূখ।