ফরিদপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
জাকির হোসেন, (ফরিদপুর) :
স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যাণে ফরিদপুরের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আজ সকালে প্রথম মেডিকেল কলেজ এর সামনে অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের সদস্যরা বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেন। সকাল ১০ টা থেকে বিকাল দুইটা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত ছিল।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সিয়াম, সাধারণ সম্পাদক প্রণব কুমার জয়, আরো উপস্থিত ছিলেন সজীব শেখ, অমর বণিক, আশিক মোল্লা, কায়েফ, তিতাসী শাম্মী, শারমিন রহমান প্রমূখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রায় শতাধিক লোক এ কার্যক্রমে অংশগ্রহণ করেছ।