সাবেক এমপি ফজলুর রহমান খান’র মৃত্যুবার্ষিকী পালিত
আব্দুর রহমান, (নেত্রকোনা) :
নেত্রকোনায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সাবেক এমপি ফজলুর রহমান খান-এর ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের ছোটবাজারস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র নজরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সদস্য অসিত সরকার সজলসহ আরো অনেকে।
অনুষ্ঠানে দলের অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।