পঞ্চগড়ে বাসর হলো না নব দম্পতির
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :
দেশের উত্তরেরর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে নব দম্পতির বাসর হলো না। বাসর ঘরের তাজা ফুল গুলো নিমিষেই মলিন হয়ে গেল। কনেকে নিজ বাড়িতে নিয়ে এসে ওই বিয়ের রাতেই বাবুল হোসেন (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি( ২৪ সেপ্টেম্বর) রাতে দেবীগঞ্জ উপজেলার চরতিস্তাপাড়া এলাকায় ঘটে। নিহত বাবুল ওই এলাকার সফিজুল ইসলাম এর পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ২৪ সেপ্টেম্বর রাতে বাবুল হোসেন পার্শ্ববর্তী বড়শশী ডাঙ্গাপাড়া এলাকার সবার উদ্দিন সরকারের মেয়ে সাবিনাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করে নিয়ে আসে। রাতে কনের দাদীসহ কয়েকজন একই ঘরে ঘুমায়। পরিবারের লোকজন ভোর রাতে বাবুল হোসেনকে গলায় ফাঁস দিয়ে রান্নাঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করে,পরে লোকজন ছুটে আসে। স্থানীয়দের সহযোগিতায় লাশটি নামানো হয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরতাহল শেষে, লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।