বীর মুক্তিযোদ্ধাকে ওসি ডামুড্যার বিরল সম্মাননা
শরীয়তপুর প্রতিনিধি:
জাতির শ্রেষ্ঠ সন্তান একজন বীর মুক্তিযোদ্ধা কে বিরল সম্মাননা জানিয়ে ফের আলোচনায় উঠে এসেছেন শরীয়তপুর ডামুড্যা থানা অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ । বয়সের ভারে নূর্জ্য বীর মুক্তিযোদ্ধা কে অভিনব কায়দায় শ্রদ্ধা জানানোর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের প্রশংসা হাসছেন ওসি শরীফ আহমেদ।
ওই মুক্তিযোদ্ধা পরিবারের দেয়া তথ্য মতে বৃহস্পতিবার দুপুরে বেলা সিড্যা গ্রামের পুলিশ বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজীদ (৭৮) থানায় আসেন। থানায় প্রবেশ মুখে অফিসার ইনচার্জ শরীফ আহমেদ এর সাথে দেখা হওয়া মাত্রই তিনি তাকে সালাম দিলেন। থানায় আসার জন্য তাকে স্বাগত জানান। সাদা পাঞ্জাবি পরিহিত ভদ্রলোক যিনি বয়সের ভারে কিছুটা ন্যুব্জ হয়ে পড়েছেন। নিজেকে পুলিশের( অবঃপ্রাঃ) কনস্টেবল বলে পরিচয় দিলেন। পাশাপাশি আরও জানাইলেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। পুলিশের এই মহান বীর মুক্তিযোদ্ধার পরিচয় জানা মাত্রই তিনি তাকে সাদর আমন্ত্রণ জানিয়ে তার অফিস কক্ষে বসিয়ে তাকে যথাযথ আপ্যায়ন করেন। থানায় আসার কারণ অবগত হয়ে মুহূর্তের মধ্যেই তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেন। আবেগ আপ্লূত হন পুলিশের এই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা। স্মৃতি রোমন্থন করেন মুক্তিযুদ্ধকালীন বীরত্বপূর্ন অতীত ঘটনা এবং তার পুলিশী জীবনের নানা ঘটনাবহুল দিনগুলোর বিষয়ে। তাকে সম্মান জানানোর জন্য অফিসার ইনচার্জ( ওসি)শরীফ আহমেদ থানার এসআই /সজল পাল, ড্রাইভার আব্দুল কুদ্দুস,কনেস্টবল আলী কে নিয়ে থানার গেইট পর্যন্ত এগিয়ে যান।
সসম্মানে পুলিশের পিকআপ গাড়িতে হাত ধরে উঠিয়ে দেন। অতঃপর অফিসার ইনচার্জ শরীফ আহমেদ নিজে পুলিশ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদকে তার গ্রামের বাড়ি পর্যন্ত পুলিশের সরকারি গাড়ি যোগে পৌঁছিয়ে দিলেন । এই সময় গাড়িতে আবুল বাশার এবং আলী হোসেন নামে দুই জন গ্রাম পুলিশ ও সাথে ছিলেন। তার গ্রামের বাড়ি সিড্যা পৌছিলে সেখানকার উৎসুক জনতা ডামুড্যা থানা পুলিশের পক্ষ থেকে একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে অভূতপূর্ব সম্মান জানানোয় অফিসার ইনচার্জ শরীফ আহমেদ এবং শরীয়তপুর জেলার পুলিশ সুপার জনাব এস.এম আশরাফুজ্জামান স্যার কে ধন্যবাদ জানান।
সিড্যার স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন নবীন জানান, একজন বীর মুক্তিযোদ্ধাকে বিরল সম্মান জানিয়ে ওসি সাহেব পুলিশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন । আমরা সিড্যাবাসী তাকে অভিনন্দন জানাই।