শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনিকে ইকবাল হোসেনের ফুলেল শুভেচ্ছা
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান উপলক্ষে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রী ডা: দীপুকে ত্রিশালে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নওধার জিরো পয়েন্ট এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী জননেতা ইকবাল হোসেনের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে ।
এ সময় হাজার হাজার নেতাকর্মী ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নওধার জিরো পয়েন্ট এলাকায় সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ডা : দীপু মনিকে অভ্যর্থনা জানান। উল্লেখ্য , শিক্ষা মন্ত্রী ডা: দীপু মনি ময়মনসিংহে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করেন।