ভালুকায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নাদেল
জাহিদুল ইসলাম খান, (ভালুকা) :
ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগদানের উদ্দেশ্যে যাওয়ার সময় ভালুকায় রফিকুল ইসলাম পিন্টু'র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
শুক্রবার দুপুরে প্রচুর সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে ভালুকা বাসটেন্ডে শফিউল আলম চৌধুরী নাদেলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম পিন্টু।
এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ময়মনসিংহ আগমন উপলক্ষে ভালুকায় নেতাকর্মীদের নিয়ে মিছিল ও শোভাযাত্রা করেন পিন্টু।
উল্লেখ্য ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে ময়মনসিংহে যাচ্ছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি,সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি সম্পাদক অসিম কুমার উকিল এমপি,কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং প্রমুখ।